হংমেং নয় "হারমোনি ওএস" নামে আসলো হুয়াওয়ের অপারেটিং সিস্টেম

কয়েক মাস আগে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত সমালোচিত ঘটনা ছিলো
ট্রাম্প কর্তৃক হুয়াওয়ে কে ব্যান করা । এই ঘোষনার পরপরই প্রায় সব গুলো প্রযুক্তি
প্রতিষ্ঠান হুয়াই এর সাথে তাদের ব্যবসায়িক চুক্তি বাতিল করে । এমনকি গুগল ও
তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় ।
তবে এই ঘটনার পরপরই হুয়াই ও ঘোষণা দেয় তারা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম বা
"ওএস" নিয়ে আসবে । বেশ কিছু রিউমার আসে তাদের ওএস এর নাম নিয়ে যেমন হংমেং
,ওক ইত্যাদি ।
সম্প্রতি হুয়াই তাদের নতুন ওএস প্রকাশ করেছে । তবে হংমেং বা ওক নয় তাদের ওএস
এর নাম "হারমোনি ওএস" ।
Harmony os
হুয়াইযের এই ওএস মাইক্রো কার্নেল ভিত্তিক । তাই এটি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি
সহ অন্যান্য স্মার্ট যন্ত্রে ব্যবহার করা যাবে । এছাড়া এটি ওপেন সোর্স প্লাটফর্ম ওএস হবে ।
তবে কবে নাগাদ এটি স্মার্টফোন এ আসবে সে সম্পর্কে কিছু জানায় নি হুয়াই ।

Post a Comment

Previous Post Next Post