বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ টপিক 7 Important Topic of Bangla

Bangla Literature
বাংলা সাহিত্যে বিসিএসসহ অন্যান্য চাকরির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো চাকরিতে টিকতে হলে বাংলায় ভালো করার বিকল্প নেই । বাংলা দুইটি অংশে বিভক্ত। সাহিত্য ও ব্যাকরণ । সাহিত্য অংশে আছে ভাষার ইতিহাস , চর্যাপদ, কবি লেখকদের পরিচিতি ইত্যাদি । বাংলা সাহিত্য অনেক বড় সিলেবাস । আমি আজকে এমন ৭ টি টপিক নিয়ে বলবো যা থেকে বিসিএস এ প্রতিবার ই অনেক প্রশ্ন আসে । কাজেই এই টপিক গুলো বাদ দেওয়া যাবে না।

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ টপিক

১ ।  বিখ্যাত পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল।
২ । ভাষা আন্দোলন সম্পর্কিত সাহিত্য ।
৩ । মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ।
৪ । উপন্যাস।
৫ । নাটক , ছন্দ প্রকরণ।
৬ । গদ্য, সংগীত।
৭ ।  মহাকাব্য, গীতিকবিতা ও সনেট। 

Post a Comment

Previous Post Next Post