একজন প্রফেসর এর গল্প

২০১৯ এ অনেক মুভি নিয়ে কথা হলেও The Professor নিয়ে তেমন কোনো
পোস্ট পাই নি । যেটা খুবই দুঃখজনক । অসাধারণ একটি মুভি । তো আজকে
এই মুভি নিয়েই কথা বলবো ।
Movie::The Professor
Year::2019
Language::English




আপনার স্ত্রী পরকীয়া করে আপনার ই অফিসের বসের সাথে ! আর সেটা বলছে
আর কেউ না স্বয়ং আপনার স্ত্রী । কেমন লাগবে আপনার? আপনি কি করবেন?
শুধু এটুকুই না আপনার একমাত্র মেয়ে সে এসে আপনাকে বলছে যে সে একজন
সমকামী!
কেমন লাগবে এমন জীবন ? কি করবেন আপনি? সবকিছুর সমাধান করতে চেষ্টা
করবেন নাকি এসব কিছুই আপনার উপর প্রভাব ফেলবে না?
সাধারণ মানুষ হিসাবে অব্যশই প্রভাব পড়বে । নিজেকে নিঃস্ব মনে হবে ।
কিন্তু প্রফেসর রিচার্ড এসব ই মেনে নিয়েছে হাসি মুখে । নিজের মেয়ের সমকামিতা,স্ত্রীর
পরকীয়া !
কিন্তু কেন ? তো সিনেমার গল্পটা প্রফেসর রিচার্ড কেই নিয়ে । যার স্ত্রী পরকীয়া করছে তার
নিজের বসের সাথে । তারপরও সে সব মেনে নিয়েছে ।
না মেনেই বা করবে কি । সে যে মরণঘাতী ক্যান্সার এ আক্রান্ত । মারা যাবে মাস ছয়েক
এর মধ্যে । জীবনের এমন চরম সময়ে স্ত্রীর পরকীয়া কি তার জীবনে প্রভাব ফেলতে পারে ।
তাই সে সিদ্ধান্ত নেয় যে কয়দিন বাঁচবে নিজের মতো করে বাঁচবে ।
এমনকি নিজের অসুখের কথা নিজের পরিবারের কাউকেই জানায় না ।
আচ্ছা রিচার্ড কি সুস্থ্য হবে ? নাকি সব কিছুই তার বিপরীতে যেতে থাকবে ।
নাকি সমাজের এইসব চিত্র দেখে রিচার্ডের মতো আপনারও হাসি আসবে ।
জানতে দেখুন "The Professor" সিনেমাটি ।
ও প্রফেসর এর ভূমিকায় অভিনয় করেছেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো খ্যাত জনি ডেপ ।
অসাধারণ অভিনয় করেছেন ।

Post a Comment

Previous Post Next Post