আলি এক্সপ্রেস পেমেন্ট এর সেরা মাধ্যম "ওয়েব মানি" এর বিস্তারিত

যারা মোটামুটি অনলাইন কেনাকাটা সম্পর্কে জ্ঞান রাখেন বা
ইন্টারন্যাশনাল ইকমার্স সাইট যেমন আলি এক্সপ্রেস ইত্যাদির খোঁজ রাখেন 
তারা নিশ্চয়ই ওয়েব মানি এর নাম শুনেছেন ।
webmoney logo

অনেকেই ব্যবহার করেছেন ।
আজকে জানাবো ওয়েব মানি কি, কি ভাবে কি করবেন বিস্তারিত ।
ওয়েব মানি কি? 
ওয়েব মানি একটি অনলাইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম । এর মাধ্যমে আপনি সহজেই
আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল ইকমার্স সাইট এ কেনাকাটা করতে পারবেন ।
এছাড়া আপনি যদি ফ্রীল্যান্সিং করে থাকেন তবে এর সাহায্যে আপনার পেমেন্ট ও নিতে পারবেন ।
কেন ওয়েব মানি ব্যবহার করবেন ?
আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন আপনি ওয়েব মানি ব্যবহার করবেন ।
চলুন দেখা যাক কেন ওয়েভ মানি ব্যবহার করবেন
-কোনো বাৎসরিক খরচ নেই ।
-সহজেই শুধুমাত্র একাউন্ট খুলেই কোনো রকম ভেরিফাই ছাড়াই পেমেন্ট করা যায় ।
-আপনার কোনো ক্রেডিট,ডেবিট বা ইন্টারন্যাশনাল কার্ড না থাকলেও ওয়েব মানি
দিয়ে বিভিন্ন দেশের ই কমার্স সাইট থেকে কেনা কাটা করতে পারবেন ।
-লেনদেন সহজ ।
-বিকাশ দিয়েই $ লোড করতে পারবেন(নিচে বিস্তারিত)
-প্রতি $ এ চার্জ মাত্র .01$ 
তো এইসব সুবিধার জন্য আপনাকে একটি একাউন্ট খুলতে হবে ।
একাউন্ট খুলবেন যেভাবে:
আপনি ওয়েব মানি এই সাইট থেকে একাউন্ট খুলতে পারবেন ।
আর যদি স্মার্ট ফোন থাকে তবে তাদের এপ থেকেও সহজেই একটি একাউন্ট করে নিতে
পারেন ।
সাইট: https://mini.wmtransfer.com/signup.aspx
এপ :https://play.google.com/store/apps/details?id=com.webmoney.my
একাউন্ট খুলা খুবই সোজা আপনি নিজেই বুঝবেন । লিখে বোঝানো কঠিন । তাই ভালো হয় 
youtube কোনো ভিডিও দেখে নিলে ।

ডলার লোড করবেন কিভাবে?
একাউন্ট তো হয়ে গেল কিন্তু $ পাবো কেমনে ? এর জন্য অনেক সাইট বা লোক  আছে যারা বিকাশ
থেকে টাকা নিয়ে আপনার ওয়েব মানি যে $ লোড করে দেয় । 
আপনি যদি না পান তবে কমেন্ট করেন আমি ট্রাস্টেড কিছু সাইট ,লোকের ফেসবুক লিংক দিয়ে দিবো ।
আলি এক্সপ্রেস থেকে কিনবেন যেভাবে:
আপনার আলি এক্সপ্রেস এ যান । এরপর যেই  প্রোডাক্ট নিতে চান সেটি সিলেক্ট করুন  ।
buy now তে ক্লিক করে এড্রেস দিন । পেমেন্ট মেথড এ ওয়েবমানি সিলেক্ট করুন ।

নিচের মত লগিন করে webmoney keeper এপ এ ঢুকে কনফার্ম করলেই পেমেন্ট হয়ে যাবে ।

13 Comments

  1. webmoney load korar jonno trusted keo ase?

    ReplyDelete
    Replies
    1. আমি উনার কাছ থেকে নেই ।
      https://mbasic.facebook.com/najmulhaquedj?refid=12

      Delete
  2. Replies
    1. https://mbasic.facebook.com/najmulhaquedj

      Delete
  3. Replies
    1. https://mbasic.facebook.com/najmulhaquedj?refid=12

      Delete
  4. ধন্যবাদ সবাই কে কমেন্ট করার জন্য ।
    আমি নিজে যার কাছ থেকে নেই তার fb id ।
    https://mbasic.facebook.com/najmulhaquedj
    অবশ্যই কথা বলে নিবেন ভালো লাগলে তবেই লেনদেন করবেন ।

    ReplyDelete
  5. Vai $ ky pabo???

    ReplyDelete
    Replies
    1. এই id তে নক দেন
      https://mbasic.facebook.com/najmulhaquedj

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. ওয়েবমানি 1 WMZ সমান কত টাকা বা ডলার ?

    পাসপোর্ট ছারা ব্যাবহারের লিমিটেশন কত ?
    ১বারে সর্বোচ্চ কত WMZ/USD প্রেমেন্ট করতে পারব ?

    ReplyDelete
  7. আমি সরাসরি কোথাও গিয়ে ওয়েব মানি একাউন্টে ডলার রিচার্জ করাতে পারবো না ?
    কোনো ব্যাংক বা অন্য কোথাও ?

    ReplyDelete
Previous Post Next Post