যারা মোটামুটি অনলাইন কেনাকাটা সম্পর্কে জ্ঞান রাখেন বা
ইন্টারন্যাশনাল ইকমার্স সাইট যেমন আলি এক্সপ্রেস ইত্যাদির খোঁজ রাখেন
আজকে জানাবো ওয়েব মানি কি, কি ভাবে কি করবেন বিস্তারিত ।
ওয়েব মানি কি?
ওয়েব মানি একটি অনলাইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম । এর মাধ্যমে আপনি সহজেই
আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল ইকমার্স সাইট এ কেনাকাটা করতে পারবেন ।
এছাড়া আপনি যদি ফ্রীল্যান্সিং করে থাকেন তবে এর সাহায্যে আপনার পেমেন্ট ও নিতে পারবেন ।
কেন ওয়েব মানি ব্যবহার করবেন ?
আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন আপনি ওয়েব মানি ব্যবহার করবেন ।
চলুন দেখা যাক কেন ওয়েভ মানি ব্যবহার করবেন
-কোনো বাৎসরিক খরচ নেই ।
-সহজেই শুধুমাত্র একাউন্ট খুলেই কোনো রকম ভেরিফাই ছাড়াই পেমেন্ট করা যায় ।
-আপনার কোনো ক্রেডিট,ডেবিট বা ইন্টারন্যাশনাল কার্ড না থাকলেও ওয়েব মানি
দিয়ে বিভিন্ন দেশের ই কমার্স সাইট থেকে কেনা কাটা করতে পারবেন ।
-লেনদেন সহজ ।
-বিকাশ দিয়েই $ লোড করতে পারবেন(নিচে বিস্তারিত)
-প্রতি $ এ চার্জ মাত্র .01$
তো এইসব সুবিধার জন্য আপনাকে একটি একাউন্ট খুলতে হবে ।
একাউন্ট খুলবেন যেভাবে:
আপনি ওয়েব মানি এই সাইট থেকে একাউন্ট খুলতে পারবেন ।
আর যদি স্মার্ট ফোন থাকে তবে তাদের এপ থেকেও সহজেই একটি একাউন্ট করে নিতে
পারেন ।
সাইট: https://mini.wmtransfer.com/signup.aspx
এপ :https://play.google.com/store/apps/details?id=com.webmoney.my
একাউন্ট খুলা খুবই সোজা আপনি নিজেই বুঝবেন । লিখে বোঝানো কঠিন । তাই ভালো হয়
youtube কোনো ভিডিও দেখে নিলে ।
ডলার লোড করবেন কিভাবে?
একাউন্ট তো হয়ে গেল কিন্তু $ পাবো কেমনে ? এর জন্য অনেক সাইট বা লোক আছে যারা বিকাশ
থেকে টাকা নিয়ে আপনার ওয়েব মানি যে $ লোড করে দেয় ।
আপনি যদি না পান তবে কমেন্ট করেন আমি ট্রাস্টেড কিছু সাইট ,লোকের ফেসবুক লিংক দিয়ে দিবো ।
আলি এক্সপ্রেস থেকে কিনবেন যেভাবে:
আপনার আলি এক্সপ্রেস এ যান । এরপর যেই প্রোডাক্ট নিতে চান সেটি সিলেক্ট করুন ।
Tags:
প্রযুক্তি
webmoney load korar jonno trusted keo ase?
ReplyDeleteআমি উনার কাছ থেকে নেই ।
Deletehttps://mbasic.facebook.com/najmulhaquedj?refid=12
Trusted person...
ReplyDeletehttps://mbasic.facebook.com/najmulhaquedj
DeleteTrusted person link please
ReplyDeletehttps://mbasic.facebook.com/najmulhaquedj?refid=12
Deleteধন্যবাদ সবাই কে কমেন্ট করার জন্য ।
ReplyDeleteআমি নিজে যার কাছ থেকে নেই তার fb id ।
https://mbasic.facebook.com/najmulhaquedj
অবশ্যই কথা বলে নিবেন ভালো লাগলে তবেই লেনদেন করবেন ।
Vai $ ky pabo???
ReplyDeleteএই id তে নক দেন
Deletehttps://mbasic.facebook.com/najmulhaquedj
This comment has been removed by the author.
Deleteওয়েবমানি 1 WMZ সমান কত টাকা বা ডলার ?
ReplyDeleteপাসপোর্ট ছারা ব্যাবহারের লিমিটেশন কত ?
১বারে সর্বোচ্চ কত WMZ/USD প্রেমেন্ট করতে পারব ?
1wmz=1$
Deleteআমি সরাসরি কোথাও গিয়ে ওয়েব মানি একাউন্টে ডলার রিচার্জ করাতে পারবো না ?
ReplyDeleteকোনো ব্যাংক বা অন্য কোথাও ?