১.৫ টেরাবাইট র‍্যামের নতুন Mac Pro !!!

ব্লগের টাইটেল দেখে গালি দিয়েন না বা নিজের চোখ রে ভুল ভাইবেন না । যা দেখতেছেন এইটাই টাইটেল । কোনো টাইপিং মিসটেক না ।
জি ১.৫ টেরাবাইট র‍্যামের পিসি । আর এই মাথা ঘুরানো কনফিগারেশন এর পিসি Mac Pro রিলিজ করেছে Apple । তো টুকটাক জেনে নেয়া যাক নতুন Mac Pro সম্পর্কে।
New mac pro
P.S Macworld

নতুন এই ম্যাক প্রো এর স্টার্টিং প্রাইস হচ্ছে $5,999 যেটা ৮কোরের মডেল এর সাথে থাকছে ৩২জিবি র‍্যাম ও ২৫৬ জিবি এসএসডি ।
আর এটার ম্যাক্সিমাম ভার্সন এর দাম পড়বে $52,599,এটি ২৮ কোরের মডেল ।যাতে থাকবে ১.৫ জিবি র‍্যাম
,৪ টিবি এসএসডি(৮টিবি পর্যন্ত বাড়ানো যাবে) ।
এছাড়া নতুন 6K XDR মনিটর রিলিজ করেছে ।
 যার দাম পড়বে $4,999 ।
আর এই মনিটর রাখার জন্য দরকার পড়বে একটি স্ট্যান্ড যার যার দাম $999 ।
পুরাই অস্থির কাজ কারবার Apple এর ।
তো আপনি কবে নতুন Mac Pro এর ভিডিও দেখবেন ইউটিউবে😉😉🤣

1 Comments

  1. অন্যরকম ব্যাপার

    ReplyDelete
Previous Post Next Post