কোটা সংস্কার থেকে শুরু হওয়া আন্দােলন রুপ নেয় গণ-অভ্যুত্থানের । সেখান থেকে একটি সফল অভ্যুত্থান ।
নতুন বাংলাদেশে চাকরি প্রার্থীদের চাওয়া দীর্ঘ দিনের দাবি দাওয়া ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে । ইতিমধ্যে বেড়েছে চাকরির বয়স ।
দীর্ঘ দিনের দাবি ছিল চাকরির ফি কমানো, ভাইভার নম্বর কমানো ।
অবশেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস আবেদন ফি ৩৫০৳ করেছে । ভাইবার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে ।
আশা করা যায় এর ফলে লিখিত পরীক্ষার গুরুত্ব আরো বাড়বে, কমবে ভাইভার দূর্নীতি ।
Tags:
চাকরি বাকরি ক্যারিয়ার