"দ্য এ্যালকেমিস্ট''পাওলো কোয়েলহ রিভিউ

           
দ্য এ্যালকেমিস্ট

বই: দ্য এ্যালকেমিস্ট
লেখক:পাওলো কোয়েলহো
অনুবাদ:মাকসুদুজ্জামান খান
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
প্রচ্ছদ:আককাস খান
মূল্য(ছাপা):১২০.০০ টাকা মাত্র
প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০০৭
ISBN:984-32-3898-2

The Alchemist

এ্যালকেমিস্ট কে বলা হয় মডার্ন ক্লাসিক ।এ্যালকেমিস্ট একটা ছেলের গল্প ।ছেলের নাম সান্তিয়াগো ।যে আন্দালুসিয়ায় ভেড়া চড়ায় ।সান্তিয়াগো'র সব কিছু ভালো লাগে ।তার ভালো লাগে বই পড়তে ।ভালো লাগে ভেড়া চড়াতে ।যার স্বপ্ন ভেড়া চড়িয়ে একটা সুন্দরি মেয়েকে বিয়ে করা।কিন্তু তার এই স্বপ্ন আর পূরণ করতে পারে না ।কারণ সে স্বপ্ন দেখে এক মেয়ে তাকে নিয়ে মিসর এর পিরামিডে নিয়ে যায় আর বলে এখানেই আছে গুপ্তধন । সান্তিয়াগো বেরিয়ে পরে তার গুপ্তধন এর খোঁজে ।কি সেই গুপ্তধন?সান্তিয়াগো কি পারবে গুপ্তধন সেই গুপ্তধন? নাকি ........ তবে হ্যাঁ সান্তিয়াগোর সাথে আপনিও পাবেন গুপ্তধন ।জীবনের কিছু মূল্যবান শিক্ষা যেটা আপনার লক্ষ পূরণের সহায় হতে পারে।তবে কথা দিচ্ছি এর জন্য আপনাকে মিসর যেতে হবে হবে না ।

Post a Comment

Previous Post Next Post