জুল ভার্ন ভলিউম ১
-----------------------
আশিদিনে বিশ্ব ভ্রমণ
নাইজারের বাঁকে
মরুশহর
লেখক: জুল ভার্ন
রূপান্তর:শামসুদ্দীন নওয়াব
প্রকাশনী: সেবা প্রকাশনী
প্রচ্ছদ:রণবীর আহমেদ বিপ্লব
মূল্য(ছাপা):৮২.০০ টাকা মাত্র
পুনর্মুদ্রণ:২০১৪
ISBN:984-16-3162-2
মরুশহর
লেখক: জুল ভার্ন
রূপান্তর:শামসুদ্দীন নওয়াব
প্রকাশনী: সেবা প্রকাশনী
প্রচ্ছদ:রণবীর আহমেদ বিপ্লব
মূল্য(ছাপা):৮২.০০ টাকা মাত্র
পুনর্মুদ্রণ:২০১৪
ISBN:984-16-3162-2
![]() |
জুল ভার্ন ভলিউম ১ |
ভলিউম টি তে বিখ্যাত লেখক জুল ভার্ন এর তিনটি বই একত্রে আছে ।বইয়ের প্রথম বই আশিদিনে বিশ্ব ভ্রমণ ।রিফর্ম ক্লাবের সদস্য ফিলিয়াস ফগ ।ফগের টাকা পয়সার অভাব নেই ।তবে তার টাকার উৎস এক বিরাট রহস্য। খুব কম কথা বলেন ।একদিন কথায় কথায় বাজি ধরলেন ফগ।তিন লাখ টাকার বাজি ।আশিদিনে বিশ্ব ভ্রমণ করে দেখাবেন । ফগ কি পারবেন এই বাজি জিততে ?নাকি এর মাঝে লুকিয়ে আছে অন্য রহস্য? না হলে ফগকে ধরার জন্য কেন তার পিছু নিল গোয়েন্দা ফিক্স...........
অন্য বই দুটো হচ্ছে নাইজারের বাঁকে ও মরুশহর ।মূলত এই দুই বই মিলেই একটা কাহিনী ।"নাইজারের বাঁকে' বইয়ে একটা রহস্য খুঁজে পায় আর এর সমাধান হয় "মরুশহর' বইয়ে ।
নাইজারের বাঁকে:নিগ্রো দের ভোটাধিকার দেয়া যায় কিনা এই নিয়ে "বারজাক মিশন' নামের ২৭ জনের একটা দল সরেজমিনে অভিযান চালাতে যায় ।কিন্তু রাতের বেলায় কি যেন গো গো শব্দে উড়ে যায় মাথার উপর দিয়ে ।হঠাৎ হঠাৎ কেন দেখা যায় গ্রাম পুড়ে ছারখার?এসব কিসের আলামত?
মরুশহর:শত্রুর হাতে বন্ধি হয়ে পড়ে "বারজাক মিশন' এর সবাই ।থলেয় ভরে নিয়ে গেল কোথায় যেন ।কোথায়?.....
মতামত:ভলিউম টা দারুন ছিল ।রহস্য, অভিযান,কৌতুক সব কিছুতে ভরপুর ছিল ।সব চেয়ে মজার ছিল এজনর চরিত্র টা ।
অন্য বই দুটো হচ্ছে নাইজারের বাঁকে ও মরুশহর ।মূলত এই দুই বই মিলেই একটা কাহিনী ।"নাইজারের বাঁকে' বইয়ে একটা রহস্য খুঁজে পায় আর এর সমাধান হয় "মরুশহর' বইয়ে ।
নাইজারের বাঁকে:নিগ্রো দের ভোটাধিকার দেয়া যায় কিনা এই নিয়ে "বারজাক মিশন' নামের ২৭ জনের একটা দল সরেজমিনে অভিযান চালাতে যায় ।কিন্তু রাতের বেলায় কি যেন গো গো শব্দে উড়ে যায় মাথার উপর দিয়ে ।হঠাৎ হঠাৎ কেন দেখা যায় গ্রাম পুড়ে ছারখার?এসব কিসের আলামত?
মরুশহর:শত্রুর হাতে বন্ধি হয়ে পড়ে "বারজাক মিশন' এর সবাই ।থলেয় ভরে নিয়ে গেল কোথায় যেন ।কোথায়?.....
মতামত:ভলিউম টা দারুন ছিল ।রহস্য, অভিযান,কৌতুক সব কিছুতে ভরপুর ছিল ।সব চেয়ে মজার ছিল এজনর চরিত্র টা ।
Tags:
সাহিত্য ও বই