"ওমেগা পয়েন্ট' হুমায়ুন আহমেদ এর সায়েন্স ফিকশন রিভিউ

ওমেগা পয়েন্ট রিভিউ
বইয়ের নাম: ওমেগা পয়েন্ট
লেখক:হুমায়ূন আহমেদ
ধরণ:বৈজ্ঞানিক কল্পকাহিনী
প্রকাশনী:সময়
প্রচ্ছদ:ধ্রুব এষ
মূল্য(ছাপা):১৪০.০০ টাকা মাত্র
ISBN:984-458-186-9

ওমেগা পয়েন্ট কভার
ফ্লাপ থেকে:""ওমেগা পয়েন্ট নিয়ে গুছিয়ে একটা গল্প দাঁড়া করাবার ইচ্ছা আমার অনেক দিনের ।বিষয়টা শুধু জটিল বললে ভুল বলা হবে_ বেড়াছেড়া
লেগে যাবার মতো জটিল ।শেষ পর্যন্ত জটিল চিন্তাগুলি লিখে ফেলতে পেরেছি এটাই বড় কথা ।গল্প বলার সময় বিজ্ঞানের কাছাকাছি থাকার চেষ্টা করেছি ।পাঠকের কাছে অনেক তথ্যই উদ্ভট লাগতে পারে ।তাঁরা ভুরু কুঁচকে ফেলতেও পারেন ।ভুরু কুঁচকানো পাঠকদের সবিনয়ে জানাচ্ছি বিজ্ঞানে উদ্ভট বলে কিছু নেই ।বিজ্ঞান রূপকথার জগতের চেয়েও অনেক রহস্যময় ।''
গল্প টা আসলেই উদ্ভট ও জটিল ।ইয়াসিন সাহেব বারন্দায় অজু করতে এসে দেখেন শশা মাচার নিচে লাল শাড়ি পরা বউ মত কে যেন  ঘুরঘুর করছে ।এই মেয়েটা তার মেয়ে শেফা ।যে এইবার ম্যাট্রিক পরীক্ষা দিবে ।তার প্রাইভেট মাস্টার রফিক ।রফিক একদিন নিজেকে আবিষ্কার করে ঠান্ডা মস্ত বড় হলঘরে ।যেই ঘর তার কাছে পরিচিত না ।তাই সে জানতে চায় সে কোথায় ।এ কথার জবাব দেয় একটা রোবট ।সে বলে রফিকের উপর একটা পরীক্ষা চালাচ্ছে বিজ্ঞানীরা ।আর তার নাম রফিক না ,রেফ্।কি সেই পরীক্ষা? কেন রফিক কে রেফ্ বলা হচ্ছে? জানতে পড়ুন হুমায়ুন আহমেদ স্যারের বই "ওমেগা পয়েন্ট'

বইটি অনলাইন থেকে কিনতে ভিসিট করুন ওমেগা পয়েন্ট কিনুন

1 Comments

Previous Post Next Post