১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতি-nayem notes

১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতি

মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা আর ১ বাদে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ।একে ইংরেজিতে Prime Number বলে ।

*১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি ।
মনে রাখার পদ্ধতি:৪৪ ২২ ৩২২ ৩২১(মোবাইল নাম্বার মনে রাখার মতো মুখস্থ করতে হবে )
*(৪) ১-১০ পর্যন্ত ৪টি=২,৩,৫,৭
*(৪) ১১-২০ পর্যন্ত ৪টি=১১,১৩,১৭,১৯
*(২) ২১-৩০ পর্যন্ত ২টি=২৩,২৯
*(২) ৩১-৪০ পর্যন্ত ২টি=৩১-৩৭
*(৩) ৪১-৫০ পর্যন্ত ৩টি=৪১,৪৩,৪৭
*(২) ৫১-৬০ পর্যন্ত ২টি=৫৩,৫৯
*(২) ৬১-৭০ পর্যন্ত ২টি=৬১,৬৭
*(৩) ৭১-৮০ পর্যন্ত ৩টি=৭১,৭৩,৮০
*(২) ৮১-৯০ পর্যন্ত ২টি=৮৩,৮৯
*(১)৯১-১০০ পর্যন্ত ১টি=৯৭

Post a Comment

Previous Post Next Post