যে দশটি ক্লাসিক প্রত্যেক শিক্ষার্থীর পড়া উচিত

যে দশটি ক্লাসিক প্রত্যেক শিক্ষার্থীর পড়া উচিত 

ছাত্র হিসাবে আমরা ক্লাসের পড়াশোনা আর হোমওয়ার্ক নিয়ে পড়ে থাকি ।
কিন্তু নিজের জ্ঞান বৃদ্ধির জন্য এবং নিজের বিনোদনের জন্য মূল ক্লাসিক পড়া খুব একটা খারাপ হবে না ।
তো এমন দশটি ক্লাসিক সম্পর্কে জেনে নেয়া যাক ।
1.The Odyssey-By Homer
The Odyssey
অনেকেই হয়তো হোমারের ইলিয়াড এর সাথে পরিচিত Troy মুভির জন্য ।তবে ওডিসেই কোনো ভাবেই কম উত্তেজনা পূর্ণ নয়।
2.Medea-By Euripides
MEDEA
দেড় হাজার বছর ধরেই লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এই গ্রিক ট্রাজিডির জন্য ।
এক দলের মতে Medea একজন পাষান হৃদয়ের মা ছিল,অন্য
 দলের মতে সে একজন নির্যাতিত স্ত্রী ছিল যার অন্য কোনো বিকল্প ছিল না মুক্তির ।
3.Hippolytus-By Euripides
Hippolytus

একটি বিরল গ্রীক ট্র্যাজেডি যা দুর্ঘটনা, অপরাধ, এবং পরিবারের বন্ধন নিয়ে আলোচনা করে ।
4. Antigone, by Sophocles
Antigone


এটি একটি গ্রিক ট্রাজিডি । সিরিয়ার নারীরা ২০১৪ সালে বৈরুতের শরণার্থী ক্যাম্পে পারফর্ম করেছিলেন ।

5. Lysistrata, by Aristophanes

              Lysistrata

৫ম C BC এথেন্সের প্রভাবশালী কমেডি নাটক ।যাতে নায়ক Lysistrata স্পার্টা দের সাথে মহিলাদের শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মহিলাদের নেতৃত্ব দিয়েছিল ।

Post a Comment

Previous Post Next Post