Se7en মুভি রিভিউ

Movie Name:Se7en
Directed by : David Fincher
Cast : Morgan Freeman, Brad Pitt, Kevin Spacey
Genre:Crime, Drama, Mystery,R
IMDB: http://m.imdb.com/title/tt0114369/
IMDB:8.6




প্লট:গোয়েন্দা সমারসেট যার চাকরির আর মাত্র এক সপ্তাহ বাকি আছে। এমন সময় একটা হত্যার তদন্ত করতে যায় ।যার সাথে আরো যায় সদ্য বদলি হয়ে আসা গোয়েন্দা মিলস ।
তো লাশটি পাওয়া যায় খাবারের ভিতরে মুখ রাখা অবস্থায় ।দেয়ালে লেখা gluttony(অতি ভোজন)শব্দ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এর কয়েক দিন পরেই পাওয়া যায় দ্বিতীয় লাশ ।কোনো প্রমাণ নেই একটি শব্দ ছাড়া greed(লোভ) ।দ্বিতীয় খুনের পর সমারসেট বলে এটা একটা সিরিয়াল কিলার এর কাজ ।বলা হয়ে থাকে সাতটি মারাত্মক পাপ আছে ।gluttony(অতি ভোজন), greed(লোভ),sloth(অলসতা),envy(হিংসা),wrath(ক্রোধ),pride(অহংকার),lust(লালসা)
তাহলে কি খুনি কোনো ধর্মীয় শিক্ষা দিচ্ছে?
না শুধুই পাগলামি?
শেষের টুইস্ট দেখে বলতেই হবে কি দেখলাম!!!!!!
জানতে হলে এখনই দেখেনিন Se7en।

Post a Comment

Previous Post Next Post