"মিসির আলী" বইয়ের তালিকা

বই পড়তে ভালোবাসে কিন্তু মিসির আলীর নাম শোনেনি , কিংবা হুমায়ুন আহমেদ এর বই পড়ে অথচ মিসির আলী পড়েনি এমন পাঠক পাওয়া দুষ্কর । কিন্তু অনেক পাঠকই মিসির আলীকে নিয়ে কয়টি বই আছে বা কি নাম তা হয়তো জানে না ।
 তো জেনে নেয়া যাক মিসির আলীর বইয়ের নাম গুলো ।
Misir ali
০১. হরতন ইশকাপন
০২. মিসির আলির চশমা
০৩. বিপদ
০৪. মিসির আলির অমীমাংসিত রহস্য 
০৫. মিসির আলি ! আপনি কোথায়?
০৬. বৃহন্নলা
০৭. নিষাদ
০৮. নিশীথিনী
০৯. মিসির আলি আনসলভ্ড
১০. ভয়
১১. দেবী
১২. তন্দ্রাবিলাস
১৩. কহেন কবি কালিদাস
১৪. অনীশ
১৫. আমিই মিসির আলি
১৬. বাঘবন্দি মিসির আলি
১৭. অন্যভূবন
১৮. যখন নামিবে আঁধার
১৯. আমি এবং আমরা
২০. পুফি
২১.হিমুর দ্বিতীয় প্রহর(হিমু এবং মিসির আলি এক সাথে)
         ***************************************
আমার জানায় ভুল থাকতে পারে ।  যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে জানান ।



1 Comments

  1. মিসির আলি সাবধান নামে একটি বইয়ের কথা শুনছি।কিন্তু কোথাও তার উল্লেখন নেই।একমাত্র ইউটিউব ছাড়া!

    ReplyDelete
Previous Post Next Post