4G কী? 4G বলতে কি বোঝায়?

বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে 4G এর কাজ । আজকে জানবো 4G কি ,এটার বৈশিষ্ট্য কি ।

4G কি: 4G হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি । 2G শুরু হয়ে ছিল ১৯৯০ এর দিকে যা দিয়ে  ফোন করা এবং  টেক্সট পাঠানো যেত । এর পর ২০০৩ এর দিকে আসে 3G যা ওয়েব ব্রাউস , ভিডিও কল , দ্রুত গতির ডাউনলোড এর জন্য উপযুক্ত । 4G প্রথম আসে ২০০৯ সালে । 4G তে মূলত 3G এর সব কাজ ই করা হয় তবে এর দ্রুত গতিতে ।
4G এর সুবিধা কি: 
4G নিচের তিন ধরনের সুবিধা দিয়ে থাকে ।
১. ডাউনলোড/আপলোড এর গতির উন্নতি ।
২. উন্নত ভয়েস কল ।
৩. মোবাইল ব্রডব্র্যান্ড
4g নেটওয়ার্ক 3g এর চাইতে ৫-৭ গুন দ্রুত কাজ করে । উদাহরণ স্বরূপ বলা যায় একটি ২জিবি মুভি নামাতে 4G তে সময় লাগে ৩ মিনিট ২০ সেকেন্ড । কিন্তু 3G তে লাগে প্রায় ২৫ মিনিট ।
4G এর জন্য কি লাগবে: 4G চালাতে হলে আপনাকে একটি 4G এনাবল মোবাইল লাগবে । আপনার ফোনটি 4G এনবল কিনা দেখতে preferred network type এ গিয়ে দেখুন lte আছে কিনা ।এর পর লাগবে 4G এনাবল সিম । আর আপনার এলাকা 4g আওতাভুক্ত কিনা ।







Post a Comment

Previous Post Next Post