[মুভি রিভিউ] Teacher's Diary-পাতায় পাতায় অনুভূতি

অনেক দিন পর আবার মুভি রিভিউ লিখতে বসলাম । মূলত লিখতে

বাধ্য হলাম । কেননা কিছু মুভি দেখার পর আপনা থেকেও অন্য 

রকম অনুভূতি কাজ করে । আর সেই অনুভূতি ছড়িয়ে দিতেই 

দু লাইন লিখতে ইচ্ছে করে ।

Movie:: Teacher's Diary
Year::2014
Language::Thai
Country:: Thailand
IMDb::7.9

এটি একটি রোমান্টিক মুভি । কোনো বিশেষ গল্প না । একদম 

সাধারণ একটি গল্প । সেই রকম সাধারণ যে সাধারণ এর মাঝে অসাধারণ লুকিয়ে থাকে ।

নিজের মত মতো চলা স্কুল শিক্ষিকা নিয়ম না মানার জন্য দুর্গম 

স্কুল এ বদলি করা হয় । যেখানে জীবন যাপন বেশ কষ্টসাধ্য । দারুন নিঃসঙ্গতা অনুভব করে সে ।

তারপরও অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়েই সে স্কুল চালিয়ে যেতে থাকে ।

স্কুল নিয়ে ভালোই চলছিল তার জীবন । কিন্তু হঠাৎ পরিস্থিতির 

কারণে তাকে স্কুল ছেড়ে চলে আসতে হয় ।

সে তার এই দিনগুলো ডায়রি তে লিখে চলে আসে ।

তার বদলে আসা এক শিক্ষক তার ডায়রি খুঁজে পায় ।

ডায়রি পরে সে এক ধরণের টান অনুভব করে । কেননা এই ছেলেটা নিজেও দারুন নিঃসঙ্গতায় ভুগছিল ।

কেও যখন খুব একাকি হয়ে যায় এবং অন্য আরেকজনের জীবনে প্রবেশ করার সুযোগ পায় তখন তার কাছে সেই জীবনটার জন্য এক অন্য রকম টান কাজ করে। এক সময় সেই টান মায়া এবং ধীরে ধীরে তা ভালোবাসায় রুপান্তরিত হয় ।

এভাবেই গল্প আগায় ।

যদি না দেখে থাকেন তবে এখনি দেখে ফেলুন অসাধারণ রোমান্টিক এই থাই মুভিটি ।

গল্প ছাড়াও অসাধারণ এই মুভির সিনেমাটোগ্রাফি ।

1 Comments

Previous Post Next Post