বই পড়ার জন্য অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে বুকমার্ক ।
কেননা একবসায় সব সময় একটি বই শেষ করা সম্ভব হয় না ।
তাই যত পৃষ্ঠা পড়া হয় তা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে বুকমার্ক ।
বাজারে বা বইয়ের দোকানে বিভিন্ন বুকমার্ক পাওয়া যায় ।
তবে চাইলে বাড়িতেই রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর বুকমার্ক
বানানো যায় ।
উপরের ছবিতে একটি বুকমার্ক দেখা যাচ্ছে । চলুন এমন একটি
বুকমার্ক বানাই ।
ধাপ ১::
প্রথমে লাগবে লম্বা ও চওড়ায় সমান কাগজ
ধাপ ২::কাগজ টি ঘুড়ি বানানোর মতো করে রাখি ।
ধাপ ৩::
কাগজ টি মাঝ বরাবর ভাঁজ করে নিই । নিচের ছবির মতো ।
ধাপ ৪:: এরপর কাগজের বাকি ২পাশ প্রথম ভাঁজ যেইদিকে করেছি ঐদিকে ভাঁজ করি ।
ধাপ ৫:: ভাঁজ গুলো ছেড়ে দিয়ে আগের মতো করি । এবং ছবির মতো আবার ভাঁজ করি ।
উপরের এক অংশ মাঝে মিলাই
এরপর ছোট অংশ ভাজের মাঝে ঢুকিয়ে নিই
ব্যস হয়ে গেল বুকমার্ক ।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ।না বুঝে থাকলে কমেন্টে জানান। কেমন লাগলো সেটাও জানাতে পারেন ।