আলি এক্সপ্রেস এর জন্য সেরা কিছু ট্র্যাকিং সাইট

কয়েকদিন আগে পোস্ট করেছিলাম কোনো প্রকার ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া ওয়েব মানি দিয়ে আলি এক্সপ্রেস থেকে কিভাবে শপিং করবেন ।

আজকে বলবো আলি এক্সপ্রেস বা অনলাইন শপিং এর আর একটি টপিক নিয়ে । সেটা হচ্ছে ট্র্যাকিং ।

ট্র্যাকিং কি?

আলি এক্সপ্রেস সহ সকল ইন্টারন্যাশনাল শপিং সাইটের অর্ডার আপনি চাইলেই ট্র্যাকিং করতে পারেন । মানে আপনার প্রোডাক্ট কখন প্যাকিং হলো,পিক হলো,কখন এয়ারপোর্ট এ এসে পৌঁছালো ইত্যাদি অনলাইনে দেখা যায় এটাই ট্র্যাকিং ।সাধারণত প্রত্যেক সাইটেই অর্ডার এর আপডেট দিয়ে থাকে ।

Ali express tracking
তবে সেটা শুধু নির্দিষ্ট কিছু পয়েন্ট নির্দেশ করে । কিন্তু আপনি যদি কোনো ট্র্যাকিং সাইট দিয়ে ট্রাক করেন তবে আরো বেশি তথ্য পাবেন ।

global.cainiao.com
ট্রাক করতে হলে আপনাকে অর্ডার থেকে ট্র্যাকিং নাম্বার নিয়ে ট্র্যাকিং সাইটে দিয়ে সার্চ করবেন । কিছু ট্র্যাকিং সাইট সম্পর্কে নিচে বলা হলো ।

1.Package radar.com ::
অন্যতম সেরা একটি ট্র্যাকিং সাইট । বিস্তারিত দেখায় । আর যদি মেইল দিয়ে লগিন করে থাকেন তবে ৪০দিন পর্যন্ত অটো মেইল এ আপডেট যাবে ।
এটিও একটি ভালো ট্র্যাকিং সাইট । নিজস্ব মোবাইল এপ্লিকেশন আছে ।
ভালো সাইট । নিজেদের মোবাইল এপ্লিকেশন আছে । কোন পয়েন্ট এ কতদিন থাকলো তা দেখায় ।
আমি নিজে এই সাইট বেশি ব্যবহার করি ।অনেক ভালো ।
এই ছিলো আজকের বিষয় কেমন লাগলো জানাবেন ।
ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন ।

Post a Comment

Previous Post Next Post