বর্তমান সময় হচ্ছে অনলাইন এর । সকল ভর্তি,নিয়োগ সব কিছুর আবেদন
অনলাইনে হয়ে থাকে । আর এসকল আবেদনের সময় একটি বিষয় দেখা যায়
আমাদের ছবি সাবমিট করার জন্য নির্দিষ্ট সাইজ,ফাইল সাইজ উল্লেখ করে দেয় ।
যেমন ৩০০×৩০০,(৩০০কেবি) । তাই আবেদন করতে গিয়ে পড়তে হয় ঝামেলায় ।
ফটোশপ দিয়ে এসব করা যায় । কিন্তু আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে সহজেই
করে নিতে পারেন নিজের পছন্দ মত সাইজ । এমনই একটি অ্যাপ এর সম্পর্ক বলবো
আজকে ।
অ্যাপ টি হচ্ছে :Lit Photo
সাইজ ৩মেগাবাইট
অ্যাপ এর সাহায্যে রিসাইজ,কম্প্রেস ও ক্রপ করতে পারবেন ।
কম্প্রেস: এর সাহায্যে আপনি আপনার ছবির ফাইল সাইজ কমাতে পারবেন ।
আপনার যদি শুধু ফাইল সাইজ কমানোর দরকার হয় তবে এই অপশন ব্যবহার করবেন ।
যেমন আপনি একটি ফটো ৩০০ kb তে চাচ্ছেন । সেক্ষেত্রে এই অপশন এ ঢুকে
ছবি সিলেক্ট করুন । এর পর দুই ভাবে কমাতে পারেন quality কমিয়ে আর সাইজ কমিয়ে
।
রিসাইজ: অনেক ক্ষেত্রে শুধু ফাইল সাইজ না সাথে ছবি টি আকার ও বলে দেয় ।
তার জন্য এই অপশন । এক্ষেত্রেও ছবি সিলেক্ট করে আপনার দরকার মত সাইজে করে নিবেন ।
ক্রপ: আমাদের ফোনের গ্যালারি অপশন থেকেও করা যায় ।তারপর ও এখানে অনেক গুলো অপশন পাবেন ক্রপ এর ।
আশা করি আপনাদের কাজে লাগবে ,ভালো থাকবেন ।
ডাউনলোড করতে ,ক্লিক করুন
</div>
Tags:
প্রযুক্তি