আনন্দবাজার পত্রিকা একটি ভারতীয় বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা । এর সম্পাদক ঈশানী দত্ত রায় ।
আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় তে আপনি আপনার লিখা ছোট গল্প পাঠাতে পারেন ।
ছোট গল্প লিখতে কিছু জিনিস মাথায় রাখবেন:
১. গল্পের শব্দ সংখ্যা ১৪০০ থেকে ১৬০০ মধ্যে রাখবেন ।
২. ছোট গল্প হলেও যেনো আপনার গল্পে পূর্ণতা পায় । অর্থাৎ
গল্প পড়ে যেনো মূল কথা সহজে বুঝতে পারা যায় ।
৩. সহজ ভাষায় লিখবেন । যথা সম্ভব সাবলীল ভাবে লিখবেন ।
৪. আগে যেনো কোথাও প্রকাশিত না হয় ।
৫. ওয়ার্ড এ টাইপ করে সরাসরি ওয়ার্ড ফাইল ই পাঠাবেন । পিডিএফ করতে হবে না ।
৬. লেখার সাথে নিজের নাম ,ঠিকানা অবশ্যই দিবেন ।
ইমেইল এ সাবজেক্ট এর জায়গায় অবশ্যই Rabibasariya উল্লেখ করে দিবেন।
rabibasariya@abp.in
Tags:
চাকরি বাকরি ক্যারিয়ার
Whatsapp no. ?
ReplyDeleteBhakta Da
ReplyDeleteগতকালের নবান্ন অভিযান নিয়ে আমার কিছু জিজ্ঞাসা আছে: গতকালের নবান্ন অভিযান কি সত্যি ছাত্র - ছাত্রীরা করেছিলেন? নাকি কিছু ছাত্র - ছাত্রীদের সামনে রেখে রাজনৈতিক দলের অভিযান ছিল? আমি গতকালের ঘটনা দেখে বিস্মিত হলাম। শুধু একটা জিনিষ ই ভালো লাগলো এই দেখে যে এক পুলিশ কর্মী আহত হবার পর কিছু ছাত্র ওনাকে নিরাপদ স্থানে নিয়ে যাবার জন্য। আমি সেই ছাত্রদলকে প্রকৃত ছাত্র হিসেবে দেখলাম। একটা কথা মনে রাখবেন যে পুলিশ কর্মীরাও আমাদের সমাজের মানুষ। ওনাদের ও পরিবার আছেন। পুলিশ আছে বলেই আমরা কিছুটা নিরাপদে থাকতে পারি। এখন আমার মনে একটি প্রশ্ন উঠেছে যে সত্যি কি তিলোত্তমা ন্যায় বিচার পাবে? নাকি রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে? আমিও প্রতিবাদ করছি এই অন্যায়ের। আমিও সভা/ মিছিল করছি এই অন্যায়ের বিরুদ্ধে। আমিও চাই এই অন্যায়ের বিচার। আমরা সাধারণ মানুষ। আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রলোভন কে ত্যাগ করতে হবে। তদন্তকারী দল ও প্রশাসনের উপর আমাদের বিশ্বাস ও চাপ রাখতে হবে। We want Justice without Politics.
ReplyDelete