আনন্দবাজার পত্রিকায় লেখা পাঠাবেন যেভাবে

আনন্দবাজার পত্রিকা একটি ভারতীয় বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা । এর সম্পাদক ঈশানী দত্ত রায় ।
আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় তে আপনি আপনার লিখা ছোট গল্প পাঠাতে পারেন । 
ছোট গল্প লিখতে কিছু জিনিস মাথায় রাখবেন:
 ১. গল্পের শব্দ সংখ্যা ১৪০০ থেকে ১৬০০ মধ্যে রাখবেন । 

২. ছোট গল্প হলেও যেনো আপনার গল্পে পূর্ণতা পায় । অর্থাৎ গল্প পড়ে যেনো মূল কথা সহজে বুঝতে পারা যায় । 

৩. সহজ ভাষায় লিখবেন । যথা সম্ভব সাবলীল ভাবে লিখবেন । 

৪. আগে যেনো কোথাও প্রকাশিত না হয় ।

 ৫. ওয়ার্ড এ টাইপ করে সরাসরি ওয়ার্ড ফাইল ই পাঠাবেন । পিডিএফ করতে হবে না । 

৬. লেখার সাথে নিজের নাম ,ঠিকানা অবশ্যই দিবেন । 

৭. লেখা পাঠাবেন নিচের ইমেইল এ । 
ইমেইল এ সাবজেক্ট এর জায়গায় অবশ্যই Rabibasariya উল্লেখ করে দিবেন।
 rabibasariya@abp.in

2 Comments

Previous Post Next Post