শাওমি ফোনের বুটলোডার আনলক করবেন যেভাবে

আপনি যদি আপনার ফোনে কাস্টম রোম, কার্নেল দিতে চান ,কিংবা রুট করতে চান এর জন্য আপনাকে সবার আগে বুটলোডার আনলক করতে হবে । তো কিভাবে বুটলোডার আনলক করবেন?
বুটলোডার আনলক করতে আপনার দরকার হবে একটি ল্যাপটপ বা ডেস্কটপ । আনলক করতে আমাদের দরকার হবে কিছু অ্যাপ্লিকেশন এর । Mi Unlock Tool, Adb Driver
অ্যাপ্লিকেশন ২ টি উইন্ডোজ এর ডেস্কটপ এ রাখুন ।
আপনার ফোনে অবশ্যই মি অ্যাকাউন্ট থাকতে হবে । মি অ্যাকাউন্ট না থাকলে খুলে নিন । 
আপনার ফোনের এবাউট সেকশন এ যান । Miui ভার্সন এর উপর ৭ বার পরপর প্রেস করুন । Now You're Developer এমন লিখা উঠবে ।
এবার ফোনের সেটিং থেকে Additional Setting এ যান ।একদম নিচে দেখবেন ডেভেলপার অপশন ।
সেখান থেকে OEM UNLOCK এই অপশন সিলেক্ট করুন ।
Usb Debugging এই অপশন সিলেক্ট করুন।


Mi Unlock স্ট্যাটাস এ যান । Wifi বন্ধ করে মোবাইল ডাটা অন করুন । Add Mi account প্রেস করে মি অ্যাকাউন্ট অ্যাড করুন । 
এবার আপনার ডেস্কটপ এর মি আনলক টুল ওপেন করুন ।
আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
লগইন হলে ফোন ফাস্টবুট মুড এ নিয়ে যান ।
ফাস্টবুট মুড এ যেতে Power Button+ Volume Down একসাথে চেপে ধরুন 

 আপনার ফোনের অরিজিনাল কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন ।

ফোন কানেক্ট হলে Adb Driver ওপেন করুন keyboard থেকে y চেপে এন্টার করুন যতবার চাবে y দিবেন এরপর ইনস্টল অপশন আসলে ইনস্টল করুন ।

এবার মি আনলক টুল এ যান Unlock Now অপশন এ ক্লিক করুন । আনলক হওয়া শুরু করবে । আনলক হলে successful হয়ে ফোন রিবুট নিবে ।

Boom! You Successfully Unlock Bootloader!!

অনেক সময় সাথে সাথে আনলক নাও হতে পারে ।

সেক্ষেত্রে সময় দিবে You can unlock after xxx hours .

এমন হলে যেসময় দিবে ওইসময় পর এবার একই প্রসেস ফলো করুন । এই সময় ফোন নরমালি ব্যাবহার করতে পারবেন ,কিন্তু আপনার ফোন থেকে মি অ্যাকাউন্ট লগআউট করবেন না । 

কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন । 

এরপর রুট,কাস্টম রিকভারি নিয়ে পোস্ট করবো ।



1 Comments

Previous Post Next Post