বিসিএস সহ যেকোনো সরকারি চাকরির জন্য সম্পূর্ণ বুকলিস্ট

বিসিএস সহ যেকোনো সরকারি চাকরির জন্য দরকার নিজের উপর বিশ্বাস আর কঠোর পরিশ্রম আর সঠিক গাইডলাইন। যেকেউ যখন চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে তখন সবচেয়ে যেই কঠিন দ্বিধায় পড়ে তা হলো কোন বই পড়বে কয়টা বই পড়বে । কারণ বাজারে অনেক অনেক বই পাওয়া যায় । তবে একটি মান সম্মত বই ই পারে আপনার প্রস্তুতিকে আরো বেগবান করতে ।

Govt job


অনেক এ অনেক অনেক বই পড়তে বলবে । আমি আমার নিজের রিসার্চ ও অন্যান্য ক্যাডার , ফার্স্ট ক্লাস চাকরিজীবি ভাই বোনদের পরামর্শে নিচের বুকলিস্ট তৈরি করেছি । যেকেউ নির্দ্বিধায় এই লিস্ট ফলো করতে পারেন । ইনশাআল্লাহ্ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ।

বাংলা : আপনি যদি বিজ্ঞান, গণিত এ খুব ভালো হন তবে সাহিত্য অংশের জন্য ডাইজেস্ট থেকে পড়লেই হবে ।

বাংলার জন্য  অগ্রদূত বাংলা 

অনেকে ব্যাকরণ অংশের জন্য ৯ম -১ ০ম এর ব্যাকরণ পড়তে বলবে । আমার পরামর্শ থাকবে এইটা না করতে । কেননা অগ্রদূত বাংলা বা যেকোনো বাংলা বই ৯ম - ১০ম এর বই এর উপর ভিত্তি করেই রচিত । মনে রাখবেন সময় খুব গুরুত্বপূর্ণ। কাজেই বুঝে শুনে সঠিক স্থানে সময় কাজে লাগাতে হবে ।

অনলাইন থেকে কিনতে ক্লিক করুন

গণিতঃ  খাইরুল বেসিক ম্যাথ

গণিত এর জন্য বইটি খুবই ভালো। সব টপিক খুব সুন্দর করে বোঝায় দেওয়া আছে । সাথে সাথে শর্টকাট ও দেওয়া আছে । যেকেউ নিজে নিজেই পারবে ।

অনলাইনে কিনুন

ইংলিশঃ  MASTER

ইংলিশ এর জন্য সবচেয়ে সেরা বই । তবে অনেকের কাছে পছন্দ না অনেক বেশি উদহারন দেওয়া বলে । কিন্তু আমার মনে হয় বেশি উদহারন দেওয়ার জন্য প্রাকটিস এর সুযোগ থাকে বেশি । তাছাড়া অন্যান্য অনেক বইয়ে ভুল ব্যাখ্যা করা থাকে ।

লিটারেচারঃ  মিরাকল 

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী) ঃ অগ্রদূত প্রকাশনী 

আপনারা চাইলে অন্য বই দেখে নিজের মতো পড়তে পারেন । MP3 না পড়ার পরামর্শ থাকবে ।

আইসিটিঃ  আলাল’স কম্পিউটার আওয়ার

অনেক ভালো বই । বর্তমানে অনেক কমন পড়ে এই বই থেকে ।

অনলাইনে কিনুন

বিজ্ঞানঃ অগ্রদূত প্রকাশনী /সেলফ সাজেশন এর বিজ্ঞান

সংবিধানঃ আসাদ স্যার 

ভূগোল ও অন্যান্যঃ বেসিক ভিউ 

এছাড়া ভোকাবুলারি জন্য সাইফুরস কম্পিটিটিভ ভোকাবুলারি পড়তে পারেন ।




1 Comments

Previous Post Next Post