আসছে টেসলা ল্যাপটপ ?

ইলন মাস্ক আনতে চলেছে টেসলা ল্যাপটপ। গত কাল ২৩ আগস্ট ২০২৩ তারিখে ইলন মাস্ক তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে “ আপনি কি একটি টেসলা ল্যাপটপ কিনবেন? এতে স্টারলিংক এর অ্যাকসেস সুবিধা থাকবে ।”

Tesla laptop


তার এই টুইট থেকে বোঝায় যাচ্ছে তিনি টেসলা ল্যাপটপ নিয়ে কাজ করছেন। এতে থাকবে স্টারলিংক এর অ্যাকসেস । অর্থাৎ আপনি টেসলা ল্যাপটপ দিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। তার টুইট এ একজন জানতে চায় এতে কি সোলার চার্জার থাকতে পারে কি না ? জবাবে ইলন বলেন হতে পারে এটি ভালো আইডিয়া । অন্য একজন জানতে চান এতে কোন অপারেটিং সিস্টেম থাকবে ? এতে ইলোন বলেন টেসলা ওএস থাকবে। আমরা অন্য কাউকে বিশ্বাস করি না । বাকি সবাই আপনার তথ্য চুরি করে ।



বোঝায় যাচ্ছে টেসলা ল্যাপটপ আসতে চলেছে । তথ্য নিরাপত্তায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে এতে । দেখা যাক এই আউট অফ দ্যা বক্স এর মানুষটি কি নিয়ে আসে ।


Post a Comment

Previous Post Next Post