কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ হলেই আমরা অনলাইন এ খুঁজে থাকি । এই সুযোগে কিছু ফালতু ওয়েবসাইট রেজাল্ট দেখানোর নাম করে এই পেজ থেকে ওই পেজ এ ঘুরায় মূল লিংক শেয়ার করে না । 



আজকে আমি আপনাদের দিবো একদম অথেনটিক অফিশিয়াল লিংক । যেটা কোনো প্রকার রিডিরেক্ট হবে না ।

তার আগে যারা এসএমএস দিয়ে জানতে চান তাদের জন্য এসএমএস এর নিয়ম দেওয়া হলো ।

এসএমএস দিয়ে দেখার নিয়ম 

  • প্রথমে আপনার মেসেজ অপশন এ যান টাইপ করুন NU H1/H2/H3/H4 <space> Registration No পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • H1 মানে প্রথম বর্ষ , H2 দ্বিতীয় বর্ষ , H3 তৃতীয় বর্ষ , H4 চতুর্থ বর্ষ 
এবার
 কীভাবে অনলাইন দেখবেন সেই নিয়ম ।

এর জন্য নিচের লিংক এ যাবেন । এইটা অফিসিয়াল ডাইরেক্ট লিংক ।

http://103.113.200.7/

লিংক এ যাওয়ার প আপনার কোর্স সিলেক্ট করুন । অনার্স হলে অনার্স, ডিগ্রি হলে ডিগ্রি ....

এরপর কোন বর্ষের রেজাল্ট জানতে চান সেটা সিলেক্ট করুন ।

পরিক্ষার রোল দিন , রেজিস্ট্রেশন নম্বর দিন , পরিক্ষার সাল দিন ( পরিক্ষার সাল অ্যাডমিট দেখে দিন , অ্যাডমিট এ যা থাকবে ঐটাই , পরীক্ষা যেই সাল এই দেন  না কেনো )

ক্যাপচা পুরন করে search results এ ক্লিক করুন । ব্যাস আপনার রেজাল্ট পেয়ে যাবেন ।

Post a Comment

Previous Post Next Post