রহস্য পত্রিকায় লেখা পাঠাবেন যেভাবে

"রহস্য পত্রিকা" সেবা প্রকাশনী থেকে প্রকাশিত একটি মাসিক ম্যাগাজিন। এতে সাধারণত ছোট গল্প প্রকাশ করা হয়। হরর , থ্রিলার, গোয়েন্দা বেশি গুরুত্ব দেওয়া হলেও যেকোনো মান সম্মত লেখা এতে প্রকাশিত হয় । নতুন লেখক দের জন্য এটি একটু ভালো মাধ্যম। এতে গল্প প্রকাশিত হলে আপনি আপনার সম্মানী পাবেন ।

Rohosso potrika

আগে শুধুমাত্র চিঠির মাধ্যমে পাঠানোর নিয়ম থাকলেও বর্তমানে মেইল করে লেখা জমা দেওয়া যায় । ইউনিকোড এও লেখা পাঠানো যায় । কাজেই আপনার লেখার মান ভালো হলে আপনি মোবাইল দিয়ে লিখেও লেখা জমা দিতে পারবেন ।

রহস্যপত্রিকায় লেখা পাঠাবেন যেভাবে:


১। যারা বিজয় সফটওয়্যারে সুতন্বী এমজিতে লেখা পাঠাবেন তারা 

    rahashyapotrika@gmail.com ব্যবহার করুন।

২। যারা ইউনিকোডে বা অন্য যেকোন ফরম্যাটে পাঠাবেন তারা 

    rohashyo.unicode@gmail.com অথবা

    rahashya.unicode@gmail.com

    এই মেইল আইডি ব্যবহার করুন।

৩। একটা মেইলে একাধিক লেখা পাঠাবেন না দয়া করে। আলাদা আলাদা লেখার জন্য আলাদা মেইল করুন। একই আইডি থেকেই করুন। কিন্তু আলাদাভাবে করুন।

৪। ছড়া-কবিতা পাঠাবেন না।

৫। বেশী লেখা জমা হয়ে গেলে সেগুলো দেখতে সময় বেশী লাগে এই কারণে মনোনীত বা অমনোনীত হয়েছে সেটা জানাতে একটু দেরী হতে পারে।

৬। আর খুব দুঃখের বিষয় - যত লেখা জমা পড়ছে তার ৮০% লেখা মানসম্মত হচ্ছে না কিন্তু দেখতে হচ্ছে সবই। এটার জন্যও দেরি হয়।

৭। লেখা word ফাইল আকারে পাঠাবেন।

৮।যাদের লাগাতার কয়েকটা লেখা অমনোনীত হয়েছে,তারা নতুন লেখা পাঠানোর আগে একটু সময় নিয়ে খুঁজে বের করুন কেন আপনাদের লেখা মনোনীত হয়নি।মনোনীত-অমনোনীত সব লেখা আমাদের পড়তে হয়,যেটা যথেষ্ট সময় সাপেক্ষ।

Post a Comment

Previous Post Next Post