![]() |
| ময়ূরাক্ষী কভার |
বই: ময়ূরাক্ষী
লেখক: হুমায়ুন আহমেদ
প্রকাশক: অনন্যা
প্রকাশকাল: ১৯৯০
ISBN: 9844125227
******************
স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের হ্যামিলনের বাঁশিঅলা হুমায়ুন আহমেদ । যার লেখার টানে আবার বইমুখী হয়েছিল বাংলার মানুষজন । আর সেই জাদুর একটা বড় অংশ জুড়ে ছিল হিমালয় ওরফে "হিমু" । হিমুর প্রথম আবির্ভাব ঘটে এই "
ময়ূরাক্ষী" র মাধ্যমে । ময়ূরাক্ষী অর্থ ময়ুরের চোখ । ময়ূরাক্ষী ভারতের পূর্বাঞ্চলীয় একটি নদী । তবে হিমুর ময়ূরাক্ষী ভারতের নদী নয় । এই ময়ূরাক্ষী শুধুই তার । হিমুর কথায়,"ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি । নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায় । অবাক হয়ে লক্ষ করি কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই । তার জন্যে আমাকে কোনো কষ্ট করতে হয় না ।
চোখ বন্ধ করতে হয় । না, কিছু না । একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয় । ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি । নদীর হিম শীতল জলে পা ডুবিয়ে বসি । শরীর জুড়িয়ে যায় । ঘুঘুর ডাকে চোখ ভিজে উঠে ।"
গল্পের প্রধান চরিত্র হিমু । যার একমাত্র লক্ষ মহাপুরুষ হওয়া। জাস্টিস সাহেবের মেয়ে আর তার স্ত্রীর ভুলের কারণে হিমুকে জেলে নিয়ে যাওয়া হয় । আর সেখান থেকেই হিমুর জাদুর শুরু । তার বলা কথায় পাঠক নিজেই হারিয়ে যাবে কল্পনায় । আরো আছে অসম্ভব রূপবতী "রুপা" । যে হলুদ পাঞ্জাবি পড়া, খালি পায়ে হেঁটে বেড়ানো হিমুকে ভালোবাসে ।
হ্যাঁ হিমু হেটে বেড়ায়, খালি পায়ে হেটে বেড়ায় ।কেন এভাবে হেঁটে বেড়ায়? কেন নানা রকম উদ্ভট আচরণ করে? এসব জানতে হলে আজকে থেকেই পড়া শুরু করুন হিমু ।
Tags:
সাহিত্য ও বই
