মুভির কোনো মাত্রা নেই । এখন পর্যন্ত বিভিন্ন টপিক,বিষয়,ঘটনা নিয়ে অনেক মুভি হয়েছে ,সামনেও হবে । আজ কথা বলবো হ্যাকিং নিয়ে করা একটি মুভি সম্পর্কে ।
মুভিটি বুঝতে হলে আগে ডার্ক নেট বা ডার্ক ওয়েব সম্পর্কে একটু জানতে হবে । কেননা মুভিতে অনেক খানি জুড়ে আছে এই ডার্ক নেট ।
ডার্ক নেট কী::
আমাদের জীবন জুড়ে আছে ইন্টারনেট । নানা রকম তথ্য থেকে শুরু করে সোশ্যাল সাইটে ঘুরাঘুরি । কিন্তু আমরা স্বাভাবিক ভাবে ইন্টারনেট এর যা দেখি তা ইন্টারনেট এ থাকা তথ্যের তুলনায় অতি নগন্য । ইন্টারনেট এর আসল গভীরতা ডার্ক নেট । ডার্ক নেটে সাধারণ ভাবে ঢুকা যায় না । এর জন্য বিশেষ ব্রাউজার ও সিস্টেম লাগে । ডার্ক নেটে প্রচুর পরিমান অবৈধ তথ্য , পণ্য ইত্যাদি পাওয়া যায় ।এমনকি আমাদের প্রাত্যহিক সঙ্গী ফেসবুক,গুগল এর ও ডার্ক সাইট আছে ।
তো মুভির শুরুতে দেখা যায় বেঞ্জামিন নামক এক হ্যাকার দেখা যায় ।যাকে জিজ্ঞাসাবাদ এর জন্য নিয়ে আসা হয় । এর পর শুরু হয় বেঞ্জামিন এর হ্যাকার হয়ে উঠার গল্প । হ্যাকিং এর ভয়াবহতা দারুন ভাবে তুলে ধরা হয়েছে । হ্যাকার রা হ্যাকিং যতটা না অর্থ বা খ্যাতির জন্য করে থাকে তার চেয়ে বেশি থাকে করে থাকে তাদের ইগোর জন্য ।