রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান-বাংলা রিভিউ

বই: রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান
লেখক: স্টিফেন কিং
অনুবাদ: মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশক: বাতিঘর প্রকাশনী
  • ISBN: 9789848729410

  • প্লট: অ্যান্ডি ডুফ্রেইন একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দাগি আসামি । তার অপরাধ সে তার স্ত্রীকে খুন করেছে । জেলখানায় প্রবেশ করতইে অ্যান্ডি ডুফ্রেইনের জীবনে নেমে এলো বিভীষিকা। দাগি আসামি হিসেবে একদমই বেমানান সে। তার সাথে পরিচয় ঘটলো আরেক সাজাপ্রাপ্ত আসামি রেডের। 
  • আর জেল খানায় বসেই জানতে পারলো এক নির্মম সত্য ,তার স্ত্রীর আসল খুনিও সেই জেলেই আছে ।অ্যান্ডির আশা একদিন মুক্ত মানুষ হয়ে নির্জন এক দ্বীপে কাটিয়ে দেবে বাকি জীবনটা। একই স্বপ্ন সে সঞ্চার করে দেয় প্রিয় বন্ধু রেডের মধ্যেও ।কিন্তু দীর্ঘ সময় জেল খাটার পর অবশেষে অন্য অনেকের মতো আশা নামক শব্দটির উপর বিশ্বাস হারিয়ে হাল ছেড়ে দিয়েছিলো, নাকি চমকে দিয়েছিলো সবাইকে?
    জীবন্ত কিংবদন্তি স্টিফেন কিং-এর অসাধারণ এই নভেলাটি পাঠককে সত্যি চমকে দেবে, সেই সাথে বিশ্বাস রাখতে তাগিদ দেবে ‘আশা’ নামক শব্দটির উপরে।
  • পাঠ প্রতিক্রিয়া: এক কথায় অসাধারণ । দারুন অনুপ্রেরণা মূলক বই । গল্পটি প্রত্যক মানুষকেই আশাবাদী হতে অনুপ্রেরণা যোগাবে। 

  • বিশেষ তথ্য: এই বইয়ের উপর ভিত্তি করে বানানো The Shawshank Redemption মুভিটি  IMDB র‍্যাংকিং এ ১নম্বর ।



Post a Comment

Previous Post Next Post