[বই রিভিউ] হরতন-ইশকাপন(হুমায়ুন আহমেদ)



বর্তমানে সিনে পাড়া ও সাহিত্য মহল উভয় মহলেই একটি সাধারণ আলোচ্য বিষয় হচ্ছে "দেবী" ।
দেবী চলচিত্র নাকি দেবী উপন্যাস ?
যারা জানেন না
তাদের জন্য বলে রাখি "দেবী" হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস । এই উপন্যাসটি মিসির আলি সিরিজের প্রথম বই । মিসির আলি এই সিরিজের প্রধান চরিত্র ।
আর এই প্রথম বারের মতো রুপালি পর্দায় হাজির হয়েছেন মিসির আলি ।
কাজেই আলোচনা হওয়াই স্বাভাবিক।
"মিসির আলি" একজন
দূর্বল , রোগাক্রান্ত, অবিবাহিত বয়স্ক মানুষ । প্রচুর ধূমপান করেন । সবকিছু যুক্তি দিয়ে দেখার চেষ্টা করেন ।
যাই হোক আমার আলোচনার বিষয় "দেবী" না ।
আজকে কথা বলবো মিসির আলি সিরিজের বই "হরতন-ইশকাপন" নিয়ে ।

এই গল্পে দেখা যায় মিসির আলি একটি ভাড়া বাড়িতে থাকেন । বাড়ির মালিক আজমল সাহেব ।
মালিকের ভাগ্নি রেবু তাদের সাথেই থাকে ।
সে প্রায় সময়ই মিসির আলি সাথে দেখা করতে আসে ।
                              *****
মনসুর নামের এক লোক মিসির আলি সাথে আসে । মনসুর নিজেকে মানসিক ক্ষমতার অধিকারী দাবি করে।
রেবু মিসির আলিকে মনসুরের সাথে কথা বলতে না করে ।
মনসুর নাকি ভালো মানুষ না ।
কিছুদিন পর মনসুর জানায় রেবু একজন মানসিক রোগী ।
সে তার স্বামী আর সন্তান কে নিজে খুন করেছে ।
সে মিসির আলি কেউ খুন করবে বলে মনসুরের ধারণা ।
রেবু কি সত্যিই মানসিক রোগী ?
নাকি মনসুরের অন্য কোন উদ্দেশ্য আছে এর পিছনে ?
জানতে হলে পড়তে হবে "হরতন-ইশকাপন"
                                *****
                                বই তথ্য
নাম: হরতন-ইশকাপন
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশনী: অনন্যা
ISBN: 984 70105 0069 1


Post a Comment

Previous Post Next Post