"Avatar" শুধু এইটুকু নামেই যথেষ্ট এই মুভির জন্য । পরিচালক জেমস ক্যামেরন এর মাস্টারপিস সাইফাই ।
Avatar মুভিতে যেমন ছিলো ভিজুয়াল ইফেক্ট এর অসাধারণ চমক তেমনি কাহিনী । Avatar মুক্তির পর পরেই শোনা গিয়েছিলো এর সিক্যুয়াল আসছে । এর কিছুদিন পর জানা যায় পরপর 4টি সিক্যুয়াল আসবে । যেগুলোর সম্ভাব্য মুক্তি কাল যথাক্রমে 2020,2021,2024 ,2025।
এবার সম্ভাব্য নাম প্রকাশিত হয়েছে ।
নাম গুলো হচ্ছে
2.Avatar: The Way of Water(2020)
3.Avatar: The Seed Bearer (2021)
4.Avatar: The Tulkin Rider (2024)
5.Avatar: The Quest of Eyes(2025)
উল্লেখ্য সবগুলো মুভিতেই থাকবে অসাধারণ টেকনলজি ।
কিছু টেকনলজি শুধু এই মুভিগুলোর জন্যই তৈরি করা হয়েছে । সেসব টেকনলজির ব্যবহার আয়ত্ত্ব করতে টিমের প্রায় দেড় বছর লেগেছে ।
Avatar এখন পর্যন্ত সর্বোচ্চ আয়করা সিনেমা । সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পেয়েছিলো ।
Tags:
সিনেকথা