২০১৮ এর অন্যতম সেরা একটি তামিল মুভি Ratsasan । চিরায়ত তামিল সিনেমা থেকে ভিন্ন এক সাইকো থ্রিলার সিনেমা । আজকে থাকছে এই মুভির রিভিউ ।
আমুধা নামক স্কুল ছাত্রীকে অপহরণের দুই দিন পর খুন করা হয় ।
এর আগেও সামুক্তা নামক এক স্কুল ছাত্রীও একই ভাবে খুন হয়েছিল । অরুন এই দুই খুনের মধ্যে যোগ সূত্র খুঁজে পায়।
মুভি ইনফো:
মুভি: Ratasan
মুক্তি: ২০১৮
ভাষা: তামিল
কাস্ট: Vishnu Vishal, Amala Paul ,Mohamaad Ghibran ... ...
সাব ইনফো: বাংলা সাবটাইটেল আছে ।
সাব ইনফো: বাংলা সাবটাইটেল আছে ।
Poster |
রিভিউ: আরুন পরিচয়ে একজন শিক্ষিত বেকার যুবক। তার ইচ্ছা তার লিখা গল্পে একটি থ্রিলার সিনেমা বানাবে। গল্পের প্লট এর জন্য সে বিভিন্ন পত্রিকার অপরাধ সংক্রান্ত খবর এর কাটিং সংগ্রহ করে রাখে। কিন্তু বারবার প্রযোজকের কাছ থেকে শুন্য হাতে ফেরত আসতে হয় তাকে । তাই পারিবারিক চাপ আর বাবার পুলিশে মর্যাদার সুবাদে- দুলাভাইয়ের সহযোগিতায় এস আই পদে পুলিশ হিসেবে কর্মজীবন শুরু করে অরুন । কিন্তু তার মন রহস্য উন্মোচন এ বিভোর থাকে ।
আমুধা নামক স্কুল ছাত্রীকে অপহরণের দুই দিন পর খুন করা হয় ।
এর আগেও সামুক্তা নামক এক স্কুল ছাত্রীও একই ভাবে খুন হয়েছিল । অরুন এই দুই খুনের মধ্যে যোগ সূত্র খুঁজে পায়।
আর তা হচ্ছে এটা একজন সিরিয়াল কিলারের কাজ । কে সেই সিরিয়াল কিলার ?
জানতে দেখুন Ratsasan সিনেমাটি ।
নিঃসন্দেহে সিনেমাটি আপনার মনে দীর্ঘসময় ধরে রেশ রেখে যাওয়ার মত দূর্দান্ত এক থ্রিলার সিনেমা।
Tags:
সিনেকথা
good movie
ReplyDelete