ফুডপান্ডা থেকে ইনকাম,ফুডপান্ডা রাইডার এর বিস্তারিত

বর্তমান সময় রাইডিং সার্ভিস ইনকাম এর একটি ভালো মাধ্যম ।
এর ভিতর অন্যতম সেরা একটি মাধ্যম হচ্ছে ফুডপান্ডায় রাইডার বা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা।



আমি আপনাদের ফুডপান্ডা রাইডার এর বিস্তারিত জানাবো।
আশা করি আপনারা যারা ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা উপকৃত হবেন । 

ফুডপান্ডা কি ? 

ফুডপান্ডা হচ্ছে একটি ফুড ডেলিভারি সার্ভিস ।
যারা বিভিন্ন রেস্টুরেন্ট, দোকান থেকে খাবার সহ নিত্য
প্রয়োজনীয় জিনিস গ্রাহক দের পৌঁছে দেয় । 
তো এই রেস্টুরেন্ট থেকে খাবার গুলো তারা রাইডার দের মাধ্যমে পৌঁছে দেয় ।

ফুডপান্ডা রাইডার কি ?

যারা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গ্রাহক দের কাছে পৌঁছে দেয় তারাই হচ্ছে ফুডপান্ডা রাইডার ।

রাইডার হিসেবে কাজ করতে হলে যা যা লাগবে

১. স্মার্টফোন 
২. সাইকেল, স্কুটার বা মোটর বাইক
৩. জাতীয় পরিচয়পত্র
৪. বয়স হতে হবে ১৮+

কাজ করার সুবিধা

১. পড়াশোনা পাশাপাশি ভালো ইনকাম করার সুযোগ ।
২. নিজের পছন্দ মত সময় এ কাজ করা যায় ।
৩. নিজের মত ছুটি নেওয়া ।

রাইডার হিসেবে কাজ করার প্রসেস কি ?

আপনি যদি রাইডার হিসেবে কাজ করতে চান এর জন্য আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে ।
১. রেজিস্ট্রেশন
২. ট্রেনিং
৩. শিফট নেওয়া
৪. কাজ করা ।

কিভাবে রেজিস্ট্রেশন করবো ?

রেজিস্ট্রেশন করার আগে আপনি আপনার স্থানীয় ফুডপান্ডা হাব এ যোগাযোগ করে জেনে নিবেন তারা রাইডার নিচ্ছে কিনা ।
রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নিচের লিংক এ যেতে হবে ।
লিংক : https://to.foodpanda.com/a/oc5tq3e
লিংক এ যাওয়ার পর
প্রথমে আপনার জেলা ,এরপর বাইক না সাইকেল যা দিয়ে কাজ করতে চান সিলেক্ট করে সাইন আপ দিন ।
পরের পেজ এ নাম,মোবাইল , ইমেইল অন্যান্য তথ্য পূরণ করে সাবমিট করুন ।



পরবর্তী ধাপের জন্য হাব অফিস যে যান তারা অ্যাপ্রভ করলে বাকি ২টিধাপ পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ।
রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে ট্রেনিং এর জন্য বলে দিবে ।
সাধারণত বুধবার হয়ে থাকে । ট্রেনিং আপনাকে হাব এই সব বুঝিয়ে দিবে ।
তারপর ও আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি ।
কাজ করার জন্য আপনাকে অবশ্যই ফুডপান্ডার টিশার্ট,ব্যাগ নিয়ে কাজ করতে হবে ।
বর্তমানে এইগুলো আপনাকে আগেই কিনে নিতে হবে ।
হাব থেকেই কিনতে পারবেন । ফুডপান্ডা রাইডার দের বিভিন্ন ব্যাচ এ ভাগ করে থাকে ।
ব্যাচ গুলো হচ্ছে ব্যাচ ১,২,৩,৪,৫,৬
ব্যাচ ১ : যারা সবচেয়ে বেশি কাজ করে এবং অ্যাকসেপ্ট , স্পেশাল সময় বেশি ব্যাচ
২,৩,৪: ব্যাচ ১ এর পরে যথাক্রমে এরা ।
ব্যাচ ৫: যারা আগে কাজ করতো এখন আপাতত বিরতি তে আছে এরা ।
ব্যাচ ৬ : নতুন যারা কাজ এ জয়েন করে ।
ব্যাচ গুলোর গুরুত্ব আছে।

শিফট নেওয়া কি?

আপনি চাইলেই যখন ইচ্ছা কাজ করতে পারবেন না ।
এর জন্য আপনাকে টাইম বুকিং দিতে হবে আপনি যে সময় কাজ করতে চান ।
এইটাই হচ্ছে শিফট নেওয়া । শিফট নেওয়ার সময় নির্দিষ্ট  ।
প্রথমে ব্যাচ ১ : এদের শিফট ছাড়ে বুধবার বিকেল ৪ টায়
ব্যাচ ২,৬ : এদের শিফট ছাড়ে বুধবার রাত ৯ টায়
ব্যাচ ৩: বৃহস্পতিবার বিকেল ৪টায় 
ব্যাচ ৪ : শুক্রবার বিকেল ৪টায়
বুঝতেই পারছেন ব্যাচের গুরুত্ব । এ ছাড়া ইনকাম এর ক্ষেত্রেও বেশি কম হয়ে থাকে ব্যাচ এর জন্য ।
তো আপনার রাইডিং অ্যাপ Roadrunner এ ঢুকে সার্চ শিফট এ যাবেন ।
এর পর শিফট গুলো নিবেন । যখন কাজ করতে পারবেন তখন কার শিফট ।
আগামী ৭ দিনের শিফট এমন করে বুকিং দিবেন । কাজ করা আপনার শিফট শুরু হওয়ার ৩০ মিনিট আগেই Roadrunner অ্যাপ এ ঢুকে রেডি দিতে হবে ।
খেয়াল করে মোবাইল ডাটা,জিপিএস অন করে নিবেন ।
রেডি হওয়ার পর শিফট শুরু হলে working দেখাবে তখন আপনি অর্ডার পাবেন । অর্ডার আসলে নিচের মত দেখাবে ।
প্রথমে রেস্টুরেন্ট নাম,পরে কাস্টমার এর নাম ঠিকানা । উপরে বাম দিকে সবুজ রঙের যেই টাকা লিখা সেটি আপনার ইনকাম ।



কাজ গুলো এমন :
-রেস্টরেন্টে যাবেন
- অর্ডার নাম্বার বলবেন,কি কি খাবার বলবেন
- খাবার হয়ে গেলে picked up দিবেন
- কাস্টমার কে কল করে জিজ্ঞেস করবেন কোথায় আসতে হবে
- লোকেশন এ গিয়ে খাবার দিবেন
- যদি কালেক্ট ফ্রম কাস্টমার লিখা থাকে তাইলে যত টাকা লিখা থাকে নিবেন । collect from customer লিখা না থাকলে নিতে হবে না ।
- Dropped off দিবেন । আপনার ডেলিভারি শেষ ।
এইভাবে এক সপ্তাহ কাজ করার পর সোমবার এ অ্যাপ এ পেমেন্ট অপশন এ আপনার ইনকাম দেখাবে ।
প্রতি বৃহ্পতিবার পেমেন্ট পেয়ে যাবেন আপনার মোবাইল ব্যাংক একাউন্ট এ ।


কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ,ধন্যবাদ

3 Comments

  1. বিকাশে পেমেন্ট দিবে?

    ReplyDelete
  2. ভাইয়া তাহলে নতুনদের জন্য কি বুধবার শিফট নিয়ে তারপর সোমবার থেকে কাজ শুরু করতে হবে?

    ReplyDelete
Previous Post Next Post