আজ ৩০ এ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ।
❗ফলাফল জানবেন যেভাবে ❗
ফলাফল জানা যাবে এসএমএস ও ওয়েবসাইট এর মাধ্যমে ।
⚠️এসএমএস এর মাধ্যমে দেখবেন যেভাবে ⚠️
✔️ প্রথমে মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন SSC
✔️ এরপর শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর
✔️ এরপর লিখুন রোল নম্বর
✔️ পরীক্ষার সাল অর্থাৎ ২০২১
✔️ এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
একটি উদাহরণ দেওয়া হলো :-
SSC DHA 123456 2021 send to 16222
⚠️ দাখিল এর জন্য ⚠️
✔️ প্রথমে মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন DAKHIL
✔️ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর অর্থাৎ MAD
✔️ রোল নম্বর
✔️ পরীক্ষার সাল অর্থাৎ ২০২১
✔️ পাঠিয়ে দিন ১৬২২২ নম্বর এ
যেমন: DAKHIL MAD 123456 2021 Send to 16222
⚠️ ভোকেশনাল এর ক্ষেত্রে একই নিয়ম শুধু বোর্ডের জায়গা BTEB⚠️
⚠️ সকল বোর্ডের প্রথম তিন অক্ষর ⚠️
✔️ Dhaka Board = DHA
✔️ Cumilla Board= CUM
✔️ Barisal Board= BAR
✔️ Sylhet Board= SYL
✔️ Chittagong Board= CHI
✔️ Jeshor Board= JES
✔️ Rajshahi Board= RAJ
✔️ Dinajpur Board= DIN
✔️ Madrasha Board=MAD
✔️ Technical Board= BTEB
❗ ওয়েবসাইট এর মাধ্যমে দেখবেন যেভাবে ❗
✔️ প্রথমে এই ওয়েবসাইট https://eboardresults.com/v2/home এ যাবেন ।
✔️ প্রথম অপশন থেকে SSC/DAKHIL/Equivalent সিলেক্ট করুন ।
✔️ সাল ২০২১ সিলেক্ট করুন ।
✔️ বোর্ড সিলেক্ট করুন ।
✔️ রেজাল্ট এর ধরন থেকে Individual সিলেক্ট করুন ।
✔️ রোল দিন
✔️ Registration নম্বর দিন( না দিলেও হবে)
✔️ ক্যাপচা পুরন করুন অর্থাৎ ছবিতে যেই নম্বর আছে সেগুলো দিয়ে Get Result এ ক্লিক করুন
Tags:
পড়াশোনা