এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে

ইতিমধ্যে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে । অনেকেই তাদের আশানুরূপ ফলাফল পায় নি । এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন । দেখা যাক কিভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ ।


আবেদন করতে হবে টেলিটক সিম দিয়ে ।
❗প্রথম ধাপ ❗
✔️ প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখুন rsc 
✔️ এরপর শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর 
✔️ এরপর রোল নম্বর
✔️ এরপর যেই সাবজেক্ট এর জন্য করতে চান সেই সাবজেক্ট কোড । একাধিক সাবজেক্ট হলে কমা দিয়ে লিখতে হবে ।
✔️ এসএমএস টি পাঠাতে হবে ১৬২২২ নম্বর এ ।
Ex: rsc dha 123456 101,107 Send 16222
❗দ্বিতীয় ধাপ ❗
✔️ এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএস এ পিন সহ একটি এসএমএস আসবে ।
✔️ পুনরায় মেসেজ অপশন থেকে rsc লিখতে হবে
✔️ এরপর yes লিখতে হবে 
✔️ এরপর এসএমএস এ প্রাপ্ত পিন কোড লিখতে হবে
✔️ এরপর নিজের ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বর এ পাঠাতে হবে 
যেমন : rsc yes 12345 01600000000 send 16222
✔️ প্রতি সাবজেক্ট এর ফি ১২৫ টাকা যা সিমের ব্যালান্স থেকে কেটে নিবে ।
⚠️বিষয় কোড ⚠️

✔️BANGLA – 101
✔️ENGLISH – 107
✔️MATHEMATICS – 109
✔️GEOGRAPHY AND ENVIRONMENT – 110
✔️ISLAM AND MORAL EDUCATION – 111
✔️HIGHER MATHEMATICS – 126
✔️SCIENCE – 127
✔️AGRICULTURE STUDIES – 134
✔️PHYSICS – 136
✔️CHEMISTRY – 137
✔️BIOLOGY – 138
✔️CIVICS AND CITIZENSHIP – 140
✔️BUSINESS ENTREPRENEURSHIP – 143
✔️ACCOUNTING – 146
✔️PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
✔️HOME SCIENCE – 151
✔️FINANCE AND BANKING – 152
✔️HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
✔️INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
✔️CAREER EDUCATION – 156

Post a Comment

Previous Post Next Post